DDLG এবং DF বেতকা ইউনিয়ন পরিষদ পরিদর্শনে আসবেন, সেই সাতে মানব সম্পদ উন্নয়ন লক্ষ্যে অসহায়দের মাঝে বিতরণ করা হবে সেলাই মেশিন। বিনা মূল্যে এই মেশিন আগামী কাল DDLG এবং DF হতে বিতরণ করা হবে। এই মেশিন হতে পারে কারোর জন্য জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। মানব সম্পদ উন্নয়নে জনাব মোঃ শওকত আলী খান, চেয়ারম্যান, বেতকা ইউনিয়ন পরিষদ সক্রীয় ভূমিকা পালন করেন। এলজিএসপি-2 বরাদ্ধ হতে ক্রয় করা হয়েছে সেলাই মেশিন গুলো। আগমী কাল সকলের উপস্থিতি এবং শুভ কামনা করেছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস