01-10-2014ইং তারিখ বেলা 01:30 মিনিট সময়ে বেতকা ইউনিয়নের 7নং রাণ্ধুনী বাড়ীর মেম্বার জনাব মোঃ আব্দুল হাকিম তালুকদার তার নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।(ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন) আজ থেকে মেম্বার শুন্য হয়ে গেল 7নং রান্ধুনী ওয়ার্ড। আজ ইউপিতে একটি শোক সভার আয়োজন করা হয়। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান শোক প্রস্তাব করেন এবং প্রচারের জন্য ব্যানার লিফলেট সহ মাইকিং এর ব্যবস্থা করেন। আজ বেতকা ইউপির মসজিদ সমূহে তাহার রুহের জন্য মাগফেরাত কামনা করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস