অদ্য 31-05-2014ইং রোজ শনিবার জীবন জীবনের জন্য ফাউন্ডেশন হতে মাদার তেরেসা শাইনিং পার্সোণালিটি এ্যাওয়ার্ড-2014 সম্মাননা পেলেন। সকাল 10.30মিনিটে শুরু হয় অনুষ্ঠানটি সেগুন বাগিচাস্থ শিল্প কলা একাডেমী স্কাই মুন চাইনিজ রেস্টুরেন্ট দুপুরের ভোজনসহ দেশের সকল সফল চেয়ারম্যান গণ খাওয়ানোর আয়োজন করেন।উপস্থিত ছিলেন বিচারপতি সিকদার মকবুল হক, প্রফেসর মর্জিা মাজহারুর ইসলাম। ড. জসীম ইদ্দন আহমেদ ড, মোহম্মদ শাহজাহান। ড. বেলাল হোসাইন। রেজাউদ্দিন স্টালিন সহ বিভিন্ন গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ। বিচারপতিদের হাত থেকে সম্মাননা গ্রহন করেন বেতকা ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান জনাব মোঃ শওকত আলী খান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস