পদের নামঃ-দফাদার সংখ্যা ১জন ।
পদের নামঃ- গ্রাম পুলিশ ৬ জন ।
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণী পাস ।
বয়সঃ-১৮-৩০ হতে হবে।
অবশ্যই বেতকা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে।
দকখাস্ত দাখিলের শেষ তারিখ আগামী ৩০-১০-২০১৩ ইং তারিখে মধ্যে হতে হবে।
আবেদন করতেপারবেনঃ-
১। আগ্রহী যোগ্যতাসম্পন্ন প্রার্থীর সাদা কগজে স্বক্ষরকৃত দরখাস্ত দাখিল করতে হবে।দরখাস্ত ক) পদের নাম,খ) প্রার্থীর পূর্ন নাম(বাংলা বড় অক্ষরে) গ) পিতা/স্বামীর নাম,ঘ) মাতার নাম,ঙ)বর্তমান ঠিকানা ও মোবাই (যদি থাকে),চ)স্থায়ী ঠিকানা,
ছ) শিক্ষাগত যোগত্য( শিক্ষা প্রতিষ্ঠানের নাম,পরিক্ষার নাম,বিভাগ/শ্রেণী/ পাসের সন) জ) জম্ম তারিখ,ঝ) নিজ জেলা,
ট) জাতীয়তা,ঠ) ধর্ম,ড) জাতীয় পরিচয়পত্রের নম্বর(যদি থাকে)
২। উক্ত পদের জন্য প্রার্থীর বয়সসীমা ১/১০/২০১৩ ইং তারিখে ১৮-৩০ বছর হতে হবে।মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সরকারী নিয়ম অনুযায়ী বয়সসীমা ৩২ বছর শিথিলযোগ্য।
৩।সংযুক্ত কপি সমুহঃ- শিক্ষাগত যোগ্যতা ও অভিঞ্জতা সকল সার্টিফিকেট এর কপি,চারিত্রিক সনদ পত্র,প্রার্থীর সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।সিটিফিকেট,মুক্তিযোদ্ধা সস্তান,মহিলা,এতিম,শারীবিক প্রতিবন্ধী উপজাতীয়
প্রার্খী ও অন্যান্য কোটায় আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের সরকারের সর্বশেষ নীতিমালা অনুযয়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত
সনদ পত্রের সত্যায়িত কপি দরখাস্তের সাথে দাখিল করতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস