বেতকা ব্রিজ বেতকা ইউনিয়নের প্রাণ কেন্দ্র। সারাদিনের কেলান্তি দুর করতে একটু প্রশান্তির জন্য বিকেল বেলায় মানুষ এখানে ভির জমায়। রাতের আধারে এর রুপ দ্বিগুর হয়ে যায়। মনে হয় দুর গ্রামের সন্ধা প্রদীপ জোনাকির মতো আলো ছরায়। এ আলোর প্রদীপ যেন সকালের সোনালী আলোর মত চিক চিক করে। এর অপরুপ রুপে মুগ্ধ হয়ে সকল দুঃখ কষ্ট মানুষ ভুলে যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস